পরিচারিকার লকডাউন যাপন
লকডাউনে গৃহপরিচারিকাদের কেউ কাজ হারিয়েছেন, কারো মাইনে কাটা গেছে। এই অসংগঠিত শ্রমিকদের জন্য আইন নেই, ইউনিয়নের জোর নেই। মালিকদের মর্জিমাফিক পারিশ্রমিক নির্ধারণ হয়। ইচ্ছে মতো ছাড়িয়ে দেওয়া যায়। লকডাউন তাঁদের জীবনকে ফেলে দিয়েছে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে।
by জিনাত রেহেনা ইসলাম | 31 May, 2020 | 1134 | Tags : domestic workers lockdown labour law coronavirus minimum wage